ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে জনসম্মুখে বক্তব্য রাখবেন। এর আগে চীনসহ যেসব দেশ সফর করেছেন সবখানেই জনসম্মুখে বক্তব্য রেখেছেন তিনি।
পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, ঢাকা সফরকালে ভারতের প্রধানমন্ত্রী জনসম্মুখে বক্তব্য রাখবেন। তবে কোথায় অনুষ্ঠানটি হবে এখনও নিশ্চিত হয়নি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নরেন্দ্র মোদি হিন্দি ভাষাতেই বক্তব্য রাখতে পারেন। এতে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আরো দৃঢ় করতে তার পরিকল্পনা ও ভাবনা তুলে ধরতে পারেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান হতে পারে।
আগামী ৬ ও ৭ জুন ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের কথা রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান