বাংলার খবর২৪.কম: বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়ার জন্য ভারতের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাজধানীর পিলখানায় নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ একথা জানান।
গত ২০-২৫ আগস্ট ভারতের দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনের বিষয় অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে বাংলাদেশ ও ভারতের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে মূল এজেন্ডা ছিল সীমান্তে মানুষ হত্যা শূন্যে নিয়ে আসা।
বিএসএফ দ্বিপক্ষীয় সম্মেলনে বিজিবিকে জানিয়েছে, ভারত এখন সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে না।এই অস্ত্র ব্যবহার করতে গিয়ে বিএসএফের সদস্যরা চোরাচালানকারীদের হাতে আহত হচ্ছে।
আজিজ আহমেদ বলেন, সীমান্তে বেশিরভাগ হত্যাকাণ্ড হয় রাতের বেলা। তাই রাতের বেলায় সীমান্তে না যেতে তিনি বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানান।
সীমান্তে বাংলাদেশের ফেলানী হত্যাকাণ্ড প্রসঙ্গে বিজিবির মহাপরিচালক জানান, বিএসএফ বিষয়টি পুনঃতদন্ত করার কথা জানিয়েছে। সে ক্ষেত্রে ফেলানীর বাবা ও মামাকে আবার আদালতের সামনে যেতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচী প্রসঙ্গে বিজিবির প্রধান বলেন, বিএসএফ চার বিষয়ে প্রশিক্ষণ দেবে। এগুলো হলো—জুনিয়র ও সিনিয়র কর্মকর্তাদের সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণ, বোমা সনাক্ত ও নিষ্ক্রিয়করণ প্রশিক্ষণ, শিকারি কুকুরের ব্যবস্থাপনা প্রশিক্ষণ।’
নভেম্বর নাগাদ প্রশিক্ষণের জন্য বিজিবির কর্মকর্তাদের ভারতে পাঠানো হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে যে সীমান্ত সম্মেলন হবে, তার আগেই প্রশিক্ষণ শুরু হবে।’
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, বিএসএফ এবারও ৭১টি বিচ্ছিন্নতাবাদী ঘাঁটির তালিকা বিজিবিকে দিয়েছে। এর আগেও তারা বিভিন্ন তালিকা দিয়েছিল। কিন্তু অনুসন্ধান করে কিছু পাওয়া যায়নি।
আর বাংলাদেশের পক্ষ থেকে ফেন্সিডিল তৈরির কারখানার তালিকা বিএসএফকে দেয়া হয়েছে। জবাবে বিএসএফ বলেছে, ভারতে ফেন্সিডিল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটি চোরাচালান বন্ধে বিএসএফ পদক্ষেপ নেবে।
তিনি বলেন,এবার দুই পক্ষ সম্মত হয়েছে, যেসব স্থান দিয়ে চোরাচালান হয় দুই পক্ষই সেগুলো সনাক্ত করবে। একই সঙ্গে প্রতিবছর তা হালনাগাদ করা হবে। সূত্র: আইআরআইবি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান