বাগেরহাট : ঢাকা থেকে মংলা আসার পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মংলা বন্দর এলাকার রাতারাতি কলোনির আব্দুর রহিমের ছেলে মাসুদ শেখ (২২) নামে এক বাসযাত্রী নিহত ও কমপক্ষে ১৪ যাত্রী আহত হয়েছেন।
সোমবার সকাল ৬টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী জানান, ঢাকা থেকে মংলার উদ্দেশে ছেড়ে আসা পর্যটক নামে যাত্রীবাহী একটি বাস বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট সেতুর কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওয়াক ওয়ের উপরে উঠে যায়। এতে বাসটি একপাশে কাত হয়ে যায়। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ নামে এক যাত্রীর মৃত্যু হয়। অন্যদের মংলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান