ডেস্ক : ইরানের তেল-মন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ বলেছেন, ভিয়েনায় তেল রফতানিকারী দেশগুলোর সংগঠন ওপেকের আসন্ন বৈঠকের অবকাশে সৌদি তেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
ওপেকে অনেক বিষয়ে ইরান-সৌদি আরবের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে উল্লেখ করেন জাঙ্গানেহ বলেন, তেল রফতানিকারী এ সংস্থাভুক্ত কোনো দেশের সঙ্গেই তেহরানের বৈরিতা নেই।
আগামী মাসের ৫ তারিখে ওপেকের বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদার অতিরিক্ত তেল যখন সরবরাহ করা হচ্ছে তখন তেল উৎপাদনের মাত্রা নির্ধারণের বিষয়টি এ বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হয়ে উঠেছে।
সৌদি আরব সর্বোচ্চ মাত্রায় তেল উৎপাদন করছে। গত নভেম্বরের ওপেক বৈঠকে উৎপাদন মাত্রা কমিয়ে আনার বিরোধিতা করেছে সৌদি আরব। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দর হ্রাস পেয়েছে।