স্পোর্টস : ২০১৫ সালের আইপিএল-৮ এর চ্যাম্পিয়ন হল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারায়। এই নিয়ে দুইবার আইপিএলের শিরোপার মুকুট মাথায় দিলো মুম্বাই।
টসে জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। প্রথম ওভারেই উইকেট নিয়ে মুম্বাইকে শুরুতেই চাপে ফেলে দেয় চেন্নাই। কিন্তু লেন্ডল সিমন্স এবং রোহিত শর্মার দ্বিতীয় উইকেট জুটিতে ১১৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।
দুইজন-ই হাফসেঞ্চুরি পূর্ণ করেন। সিমন্স ৬৮ এবং রোহিত শর্মা ৫০ রান করে আউট হলে আবারো ধাক্কা খায় মুম্বাই। শেষের দিকে রাইডু এবং কাইরন পোলার্ডের মারমুখী ব্যাটিংয়ে দুইশো রানের কোটা পার করে মুম্বাই। পোলার্ড করেন ১৮ বলে ৩৬ এবং রাইডু করেন ২৪ বলে ৩৬। জিততে হলে চেন্নাইকে ২০৩ রানের পাহাড় টপকেই জিততে হবে।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। ওপেনার ডুয়াইন স্মিথ সর্বোচ্চ ৫৭ রান করেন। সব থেকে বেশি বার আইপিএলের ফাইনালে খেলে হারার রেকর্ডও গড়লো চেন্নাই সুপার কিংস।