ভারতে ধর্ষণের শিকার বাংলাদেশি নারী নার্গিস আক্তারের লাশের ময়নাতদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৬ জুনের মধ্যে খুলনার পুলিশ কমিশনার ও সোনাডাঙ্গা থানার ওসিকে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। এছাড়া ওই নারীর লাশ হস্তান্তরের সময় দেয়া যাবতীয় কাগজপত্র এই সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন।
গত ৯ মার্চ মা ও মেয়েকে নিয়ে ভারতে গিয়েছিলেন গৃহবধূ নার্গিস আক্তার। আজমির শরিফ যেতে কলকাতার হাওড়া স্টেশন থেকে দিল্লিগামী ট্রেনে ওই নারী ধর্ষিত ও হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ করা হয়। গত ২০ এপ্রিল বেনাপোল চেকপোস্ট দিয়ে নার্গিসের লাশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। পরে তার লাশের ময়না তদন্ত চেয়ে হাইকোর্টে গত ২০ মে রিট আবেদন দায়ের করেন নিহত নার্গিস আক্তারের মামী রাহেলা বেগম এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন এলিনা খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান