ঢাকা : চীনের উপ-প্রধানমন্ত্রী(ভাইস প্রিমিয়ার) লিউ ইয়ানদং তিন দিনের এক সফরে বাংলাদেশে এসেছেন। রোববার বিকেলে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে তিনি ঢাকা সফর করছেন বলে জানা গেছে।
ঢাকা সফরকালে চীনের এ উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর বাইরেও তিনি বিভিন্ন পর্যায়ে কিছু অনানুষ্ঠানিক বৈঠক করবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, লিউ ইয়ানদং চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান