ডেস্ক : মার্কিন গণিতবিদ, যার জীবন নিয়ে নির্মাণ করা হয়েছিল অস্কার-জেতা সিনেমা ‘বিউটিফুল মাইন্ড’, সেই জন নাশ ট্যাক্সি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
রোববার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, নিউ জার্সিতে ট্যাক্সি বিধ্বস্ত হয়ে নাশের (৮৬) প্রাণনাশ হয়েছে। ওই ট্যাক্সিতে তার স্ত্রী আলিসিয়াও ছিলেন। তিনিও নিহত হয়েছেন।
জন নাশ গেম থিওরির জন্য বিখ্যাত ছিলেন। ১৯৯৪ সালে অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন।
গণিত নিয়ে তার অভাবনীয় সব অবদান আর সিজোফ্রেনিয়ার সঙ্গে তার অবিরাম সংগ্রাম—এই নিয়ে তৈরি হয়েছিল বিউটিফুল মাইন্ড।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান