
বাংলার খবর২৪.কম,কাহারোল (দিনাজপুর) : কাহারোলে মাদক স¤্রাট ও আন্তঃ জেলা মোটর সাইকেল ছিনতাইকারী হোতাকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করেছেন।
দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের ধনী গ্রামের অনু রায়ের স্ত্রী নমিতা রানী রায় (৪০) কে গত ২৫ আগষ্ট/১৪ইং বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে নমিতা রানী রায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল এলাকায়। একই দিনে কাহারোল থানা পুলিশ আন্তঃ জেলা মোটর সাইকেল ছিনতাইকারী সর্দার কামাল আহম্মেদ (৩৫) কে মোটর সাইকেল চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারকৃত কামাল আহম্মেদ দীর্ঘদিন থেকে মোটর সাইকেল চুরি করে আসছিল। সে জেলার বীরগঞ্জ উপজেলার জগদল গ্রামের রজব আলী পুত্র কামাল আহম্মেদ কে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের ১৬ মাইল ডহন্ডা গ্রাম হতে গ্রেপ্তার করে থানা নিয়ে আসে। এব্যাপারে কাহারোল থানায় পৃথক পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।