ঢাকা: ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির
(কাজী জাফর) একটি প্রতিনিধি দল।
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন তারা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। এছাড়া সদ্য কারামুক্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, এস. এম. এম. আলম ও নওয়াব আলী আব্বাস খান এই প্রতিনিধি দলে ছিলেন।
সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক ‘অস্বস্তিকর’ পরিস্থিতি নিয়ে জোট নেত্রীর সঙ্গে আলোচনা করেন জাতীয় পার্টির নেতারা।
“সব দলের অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু-শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবী মানতে সরকার যাতে বাধ্য হয়” সে বিষয়টিও আলোচনায় স্থান পায়।
রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান