বাংলার খবর২৪.কম,গাইবান্ধা : গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি অপরিবর্তিত থাকলেও ঘাঘটের ৩ সে.মি. এবং করতোয়া নদীর পানি বেড়েছে ২৪ সে.মি.। তবে ঘাঘট নদীর পানি বৃদ্ধি না পেলেও এখনও তা বিপদসীমার ১৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা কবলিত এলাকায় ৪ হাজার ৩শ’ ২৩টি বাড়িঘর সম্পুর্ণরুপে এবং ৮ হাজার ১শ’ ২১টি বাড়িঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তর থেকে জানানো হয়েছে।
এদিকে সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বন্যার পানির তোড়ে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। ফুলছড়ির আঙ্গারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিপুলিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জের ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাঘাটার গাড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনের মুখে জরুরী ভিত্তিতে নিলামে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। গত দু’দিনে বন্যা কবলিত এলাকায় ৪০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
শিরোনাম :
গাইবান্ধার বন্যা পরিস্থিতির অপরিবর্তিত
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪
- ১৬২০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ