ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ১৫ দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।
শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর মধ্যে ২৭ মে মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা, ২৮ মে বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা, ২৯ মে আলোচনা সভা, ৩০ মে খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন, সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ, শোক র্যালি এবং উলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল ছাড়াও থাকছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বিনা মূল্যে রক্তদান কর্মসূচি।
অপর দিকে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়া ২ জুন থেকে ১০ জুন পর্যন্ত কর্মসূচি পরে জানানো হবে বলে দলের পক্ষ থেকে বলা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান