যশোর : যশোরের চৌগাছায় আমে ফরমালিন দেয়ার অভিযোগে মমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির তিন মাসের জেল এবং অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
তার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আযমপুর ইউনিয়নের ভলিভদ্রপুর গ্রামে। তার পিতার নাম আলতাফ হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মমিনুর রহমান চৌগাছা শহরের কাঁচাবাজারে আমে ফরমালিন স্প্রে করছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা পুলিশসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে আদালত বসিয়ে তাকে ৩ মাসের জেল অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেনে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান