কুমিল্লা : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের হারাইকান্দি গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাহার গ্রুপ ও উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শাহলম নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শাহলম উপজেলার কলাকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি কলাকান্দি ইউনিয়ন আওয়মী লীগ সভাপতি বাহার গ্রুপের কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাহার গ্রুপের সঙ্গে উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম গ্রুপের গত ৪/৫ বছর ধরে সংঘর্ষ চলছে। ২০১৪ সালের ২১ নভেম্বর দুপুরে এই দু’গ্রুপের সংঘর্ষে ইব্রাহিম গ্রুপের কর্মী সেন্টু মিয়াকে গুলি করে হত্যা করা হয়। আজ রাতে পুনরায় দু’গ্রুপের সংঘর্ষে বাহার গ্রুপের শাহলমকে কুপিয়ে হত্যা করে ইব্রাহিম গ্রুপের নেতাকর্মীরা।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শাহলম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে শুনেছি। পরে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ মে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুমকে পিকআপভ্যান চাপা দিয়ে তাকে হত্যা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান