নিউইয়র্ক : বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৮শ সামরিক ঘাঁটির বছরে ব্যয় হচ্ছে প্রায় ১০ হাজার কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ভাইনের প্রকাশিতব্য গ্রন্থ বেজ নেশন-এ এসব তথ্য প্রকাশিত হয়েছে।
ডেভিড ভাইনের এ বইটিতে তিনি সামরিক ঘাঁটির আর্থিক, পরিবেশগত ও মানবিক খরচের হিসাব তুলে ধরেছেন।
বর্তমানে বিশ্বের অন্তত ৬৩টি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে অন্তত ২ লাখ ৫৫ হাজার ৫৬ জন সামরিক ব্যক্তি নিয়োজিত আছেন।
পেন্টাগনের মতে, সামরিক ঘাঁটি বলতে বোঝায় এমন কেনো ভৌগোলিক অবস্থান যা সামরিক বাহিনীর মালিকানাধীন, তাদের জন্য ইজারায় নেয়া কিংবা অন্য কোনোভাবে তাদের দখলে থাকা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যখন বিশ্বব্যাপী নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত হয় এবং জাপান ও জার্মানিতে শান্তিরক্ষী মোতায়েন করে তখন থেকে এসব ঘাঁটি স্থাপন করা হয়েছে। কোরীয় ও শীতল যুদ্ধের অজুহাতে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অবকাঠামোর বিস্তৃতি ঘটিয়েছে। সোভিয়েত কমিউনিস্ট শাসনের অবসানের পর রাশিয়ার প্রভাব রুখতে বিশ্বের প্রায় সর্বত্রই ঘাঁটি গেড়েছে যুক্তরাষ্ট্র।
যেমন জাপান, জার্মানি এবং দক্ষিণ কোরিয়া এখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং স্থিতিশীল গণতান্ত্রিক দেশ। কিন্তু এসব দেশে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য অবস্থান করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান