টঙ্গী : বিবাহিত ও অছাত্রদের দিয়ে টঙ্গী থানা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় টঙ্গীতে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মূহুর্তে আরো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ায় টঙ্গী কলেজগেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
জানা যায়, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম রাশেদ ও নূর মোহাম্মদ শামীমের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি অনাস্থা জানিয়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছিল। এসময় নবগঠিত টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা ও সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুর নেতৃত্বে কমিটির অন্য সদস্য ও তাদের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় হামলা চালায়।
এতে দুই গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের সরকার দলীয় কয়েকজন কাউন্সিলর ও টঙ্গী থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যার পরও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিকেলে প্রতিবাদ সভায় নবগঠিত ছাত্রলীগ কমিটির সভাপতি মেহেদী হাসান কানন মোল্লাকে বিবাহিত ও সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবুকে অছাত্র আখ্যায়িত করে অবিলম্বে এই কমিটি বিলুপ্তি ঘোষণার দাবি জানান প্রতিবাদকারী ছাত্রলীগ নেতারা।
বুধবার কমিটি ঘোষণার পর থেকেই দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।