ডেস্ক : সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গাদের মালয়েশিয়ার মুসলিম রেস্তোরায় কাজ করার সুযোগ দেয়া হচ্ছে। নৌকায় ভাসমানদের এই কাজের অফার দেয়া হচ্ছে এবং যারা অস্থায়ী ভিত্তিতে এসব রেস্তোয় কাজ করতে চান তাদেরই নেয়া হবে। তবে মালয়েশিয়া সরকার যখন এসব অভিবাসীদের তাদের নিজ নিজ দেশের ফেরার নির্দেশ দেবেন তখনই তাদের চলে যেতে হবে। তথ্য সূত্র এএফপি
রেস্তোরা মালিক সমিতির সভাপতি নুরুল হাসান সউল হামিদ বলেছেন, এটা তাদের সরকারি কোনো আইনে নেই। যদি কোনো ব্যাক্তি বা গোষ্ঠীকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হয়, তার নিয়ম হলো একটি নির্দিষ্ট সময় পরে তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া। কিন্তু সব কিছু বিবেচনা করে রেস্তোরা মালিকরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে সউল জানান।
সউল হামিদ বলেন, আমরা জেনেছি এসব অভিবাসী কাজের সন্ধানেই দেশ ছেড়েছেন এবং তারা দালালদের খপ্পরে পড়ে অনেক টাকাও দিয়েছেন। একারণেই আমরা মানবিক দিক বিবেচনা করে এদেরে কাজের সুযোগ দিতে চাই।
সূত্রমতে,সাগরে অভিবাসী রোহিঙ্গা ও বাংলাদেশিদের উদ্ধারে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কুয়ালা লাংগাসার তীরবর্তী অঞ্চলে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। গত ১৫ মে থেকে শতাধিক বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার জেলেরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান