লন্ডন : ব্রিটেনের নেট মাইগ্রেশন কনজারভেটিভ সরকারের সময়ে ২০১৪ সালে ৩ লাখ ১৮ হাজার উন্নীত হয়েছে বলে আজ এক তথ্য বিবরণীতে জানা গেছে, যা বিগত ২০০৫ সালের লেবার সরকারের সময় থেকে কিছুটা নীচে। তবে এই মাইগ্রেশন নিয়ন্ত্রণের জন্য বৃটিশ সরকার কঠোর নীতি গ্রহণ করতে যাচ্ছে। এ ব্যাপারে নতুন বিল আসছে আইনসভায়।
অফিস অব দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক থেকে জানা গেছে, কোয়ার্টারলি নেট মাইগ্রেন্ট বৃদ্ধি পেয়ে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ৪২ হাজার আর ইউরোপীয় ইউনিয়নের ভিতর থেকে ৬৭ হাজারে উন্নীত হয়েছে। ২০১১ সালের পর থেকে নেট মাইগ্রেশন হচ্ছে সব চাইতে বেশী।
২০১৪ সালে কোয়ার্টারলি নেট মাইগ্রেশন ২০ হাজার বৃদ্ধি পেয়ে হলো ৩ লাখ ১৮ হাজার। এর আগের সময়ের কোয়ার্টারলি মাইগ্রেশন ছিলো ২ লাখ ৯৮ হাজার।
ডেভিড ক্যামেরন রানীর ভাষণের সাথে ইমিগ্রেশন বিল আরো কঠোর করে সংযুক্ত করবেন, যাতে তিনি বলেছেন, অবৈধভাবে যারা ব্রিটেনে কাজের জন্য আসেন, তাদের জন্য ব্রিটেন আর আকর্ষণীয় কোন স্থান হবে না। তিনি ইমিগ্রেশন এ্যাক্ট ১৯৭১ এর সংশোধন করে যারা অবৈধভাবে ব্রিটেনে বসবাস করবেন, অবৈধভাবে কাজ করবেন, তাদের প্রসিকিউট করা, ছয় মাস জেলের মধ্যে রাখা এবং আন-লিমিটেড ফাইন আরোপ করা।
ক্যামেরনের নতুন আইনে- যারা অবৈধভাবে ব্রিটেনে এসেছেন এবং যারা বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করেছেন কিন্তু ওভার স্টে হয়ে গেছেন তাদের ক্ষেত্রে এই নতুন আইন এপ্লাই করার কথা তিনি ঘোষণা করেছেন।
ডেভিড ক্যামেরন তার কঠোর ইমিগ্রেশন নীতির কথা বলতে গিয়ে স্পষ্টতই বলেছেন, অনিয়ন্ত্রিত ইমিগ্রেশন মানেই হলো আমাদের জব মার্কেট ক্ষতিগ্রস্ত করা, ওয়েজ নিম্নমুখী করা। তার মানেই হলো অধিক সংখ্যক লোক বৈধভাবে ব্রিটেনে প্রবেশ করছে অথচ ওভার স্টে বা অবৈধভাবে ব্রিটেনে রয়ে যাচ্ছে। ব্রিটেনের জনগণ এই সবের এখন সমাধান চায়।
ক্যামেরন বিগত কোয়ালিশন সরকারের সময়ে ইমিগ্রেন্টদের নিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথা স্বীকার করে বলেছেন, এখন আমরা মেজরিটি। অবৈধ ইমিগ্রেন্টদের আমরা ডিপোর্ট করবো, তাড়াতাড়ি যাতে তারা এদেশে থেকে চলে যেতে বাধ্য হয় সেই ব্যবস্থা আমরা নেবো।
ডেভিড ক্যামেরন ওয়াদা করেছেন, তার নতুন বিলে ব্রিটেনের হাউসগুলো অবৈধ ওয়ার্কারদের দ্বারা পূর্ণ হবে না, অবৈধ অভিবাসীদের খুব তাড়াতাড়ি ডিপোর্ট করা হবে, ব্রিটেনের জব মার্কেট ব্রিটিশ জনগণের জন্য উম্মুক্ত থাকবে- অবৈধ ইমিগ্রেন্টদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান