বাংলার খবর২৪.কম: ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস বলেছেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প নেই। গণতন্ত্র রক্ষায় আন্দোলন করতে হবে।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোটের ১৪৭ নেতার বিরুদ্ধে চার্জশিট প্রদান ফ্যাসিবাদী আওয়ামী লীগের স্বাভাবিক রাজনীতির অংশ’।
এ সময় মির্জা আব্বাস বিচারকদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুর ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি দেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান