লক্ষ্মীপুর: জেলার রামগঞ্জে আবুল খায়ের নামে এক প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণের টাকা নেওয়ার সময় ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুর ইউনিয়নের রামনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- উপজেলা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক সজীব হোসেন, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরাফাত হোসেন সজল ও উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য ফারুক হোসেন। এ ঘটনায় অপহৃত আবুল খায়ের বাদী হয়ে তিন ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তবে স্থানীয় ছাত্রলীগ নেতারা এটাকে ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। তাদের দাবি, এমপির সঙ্গে বিরোধের জেরে ওসিকে দিয়ে তিনি নেতাদের গ্রেফতার করিয়েছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে ইউনিয়নের রামনগর এতিমখানার সামনে থেকে ওই গ্রামের আমিন উল্যাহর ছেলে প্রবাসী আবুল খায়েরকে অস্ত্রের মুখে তুলে নিয়ে দেওয়ান বাড়ির পরিত্যক্ত স্থানে আটক রাখেন ছাত্রলীগের ওই তিন নেতা। আবুল খায়েরের কাছে তারা ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। আবুল খায়ের বৃহস্পতিবার দুপুরে টাকা দেওয়ার কথা স্বীকার করে ছাড়া পান। সেই অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে রামনগর মসজিদের সামনে মুক্তিপণের টাকা নেওয়া জন্য আসেন ওই ছাত্রলীগ নেতারা। ঘটনাটি থানা পুলিশকে জানালে তারা আগে থেকে ওই স্থানে অবস্থান নেয়। টাকা নেওয়ার সময় সজীব হোসেন, আরাফাত হোসেন সজল ও ফারুক হোসেনকে আটক করে পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সোলায়মান চৌধুরী জানান, প্রবাসীর তথ্যানুযায় মুক্তিপণের টাকা নেওয়ার সময় তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় চাঁদাবাজি মামলা করা হয়েছে।
ওই মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।