যশোর: ফরিদপুরে গোলযোগের ঘটনায় আটক দুই বাস শ্রমিককে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসিকে প্রত্যাহারে মালিক-শ্রমিকদের আল্টিমেটাম আমলে নেয়নি কর্তৃপক্ষ। ফলে শুক্রবার ভোর ৬টা থেকে খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বাস যোগাযোগ।
খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বুধবার এক সভা থেকে দাবি মেনে নিতে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা থেকে দুই শ্রমিককে নিঃশর্ত মুক্তি, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি ভ্রূক্ষেপ করেনি। যে কারণে আগের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি যশোরের সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, ‘অভ্যন্তরীণ রুটে বৃহস্পতিবার গাড়ি চলাচল করায় তা গন্তব্যে পৌঁছাতে কিছুটা শিথিল অবস্থা রাখা হয়। কিন্তু কর্তৃপক্ষ দাবি না মানায় শুক্রবার ভোর ৬টা থেকে ওই দুই বিভাগের অভ্যন্তরীণ সব রুটসহ ঢাকার সঙ্গে পরিবহন যোগাযোগ বন্ধ থাকবে। আন্দোলনের যৌক্তিকতা থাকায় রাজশাহী বিভাগের বাস মালিক ও শ্রমিক নেতারা ধর্মঘটে অংশ নিচ্ছেন।’
সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ফরিদপুরে পৌঁছলে ওই বাসে ডাকাতি হয়। এরপর বাসের চালক সরাসরি মধুখালী থানায় গিয়ে গাড়ি থামান। এ সময় তিনি যাত্রীদের নিয়ে থানায় মামলা করতে যান। কিন্তু থানার ওসি মামলা না নিয়ে টালবাহানা শুরু করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশে তিনি চালক আয়নাল ও চেকার রবিউল ইসলামকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে বাসচালকরা ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর দাঙ্গা পুলিশ গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উভয়মুখী বাস যোগাযোগ বন্ধ করে দেন শ্রমিকরা। তারা আটক শ্রমিকদের মুক্তি এবং ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসির প্রত্যাহার দাবি করেন।
মধুখালী থানার ওসি দাবি করেন, যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাসচালককে আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান