অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

শুক্রবার থেকে খুলনা ও রাজশাহী বিভাগে বাস ধর্মঘট

যশোর: ফরিদপুরে গোলযোগের ঘটনায় আটক দুই বাস শ্রমিককে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসিকে প্রত্যাহারে মালিক-শ্রমিকদের আল্টিমেটাম আমলে নেয়নি কর্তৃপক্ষ। ফলে শুক্রবার ভোর ৬টা থেকে খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বাস যোগাযোগ।

খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বুধবার এক সভা থেকে দাবি মেনে নিতে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা থেকে দুই শ্রমিককে নিঃশর্ত মুক্তি, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি ভ্রূক্ষেপ করেনি। যে কারণে আগের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি যশোরের সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, ‘অভ্যন্তরীণ রুটে বৃহস্পতিবার গাড়ি চলাচল করায় তা গন্তব্যে পৌঁছাতে কিছুটা শিথিল অবস্থা রাখা হয়। কিন্তু কর্তৃপক্ষ দাবি না মানায় শুক্রবার ভোর ৬টা থেকে ওই দুই বিভাগের অভ্যন্তরীণ সব রুটসহ ঢাকার সঙ্গে পরিবহন যোগাযোগ বন্ধ থাকবে। আন্দোলনের যৌক্তিকতা থাকায় রাজশাহী বিভাগের বাস মালিক ও শ্রমিক নেতারা ধর্মঘটে অংশ নিচ্ছেন।’

সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ফরিদপুরে পৌঁছলে ওই বাসে ডাকাতি হয়। এরপর বাসের চালক সরাসরি মধুখালী থানায় গিয়ে গাড়ি থামান। এ সময় তিনি যাত্রীদের নিয়ে থানায় মামলা করতে যান। কিন্তু থানার ওসি মামলা না নিয়ে টালবাহানা শুরু করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশে তিনি চালক আয়নাল ও চেকার রবিউল ইসলামকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে বাসচালকরা ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর দাঙ্গা পুলিশ গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উভয়মুখী বাস যোগাযোগ বন্ধ করে দেন শ্রমিকরা। তারা আটক শ্রমিকদের মুক্তি এবং ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসির প্রত্যাহার দাবি করেন।

মধুখালী থানার ওসি দাবি করেন, যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাসচালককে আটক করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

শুক্রবার থেকে খুলনা ও রাজশাহী বিভাগে বাস ধর্মঘট

আপডেট টাইম : ০১:৫৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫

যশোর: ফরিদপুরে গোলযোগের ঘটনায় আটক দুই বাস শ্রমিককে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসিকে প্রত্যাহারে মালিক-শ্রমিকদের আল্টিমেটাম আমলে নেয়নি কর্তৃপক্ষ। ফলে শুক্রবার ভোর ৬টা থেকে খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বাস যোগাযোগ।

খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বুধবার এক সভা থেকে দাবি মেনে নিতে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভা থেকে দুই শ্রমিককে নিঃশর্ত মুক্তি, ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্য বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি ভ্রূক্ষেপ করেনি। যে কারণে আগের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ সব রুট এবং ঢাকার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি যশোরের সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, ‘অভ্যন্তরীণ রুটে বৃহস্পতিবার গাড়ি চলাচল করায় তা গন্তব্যে পৌঁছাতে কিছুটা শিথিল অবস্থা রাখা হয়। কিন্তু কর্তৃপক্ষ দাবি না মানায় শুক্রবার ভোর ৬টা থেকে ওই দুই বিভাগের অভ্যন্তরীণ সব রুটসহ ঢাকার সঙ্গে পরিবহন যোগাযোগ বন্ধ থাকবে। আন্দোলনের যৌক্তিকতা থাকায় রাজশাহী বিভাগের বাস মালিক ও শ্রমিক নেতারা ধর্মঘটে অংশ নিচ্ছেন।’

সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ফরিদপুরে পৌঁছলে ওই বাসে ডাকাতি হয়। এরপর বাসের চালক সরাসরি মধুখালী থানায় গিয়ে গাড়ি থামান। এ সময় তিনি যাত্রীদের নিয়ে থানায় মামলা করতে যান। কিন্তু থানার ওসি মামলা না নিয়ে টালবাহানা শুরু করেন। এরপর পুলিশ সুপারের নির্দেশে তিনি চালক আয়নাল ও চেকার রবিউল ইসলামকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে বাসচালকরা ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর দাঙ্গা পুলিশ গিয়ে বিক্ষোভরত শ্রমিকদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ঢাকা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উভয়মুখী বাস যোগাযোগ বন্ধ করে দেন শ্রমিকরা। তারা আটক শ্রমিকদের মুক্তি এবং ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসির প্রত্যাহার দাবি করেন।

মধুখালী থানার ওসি দাবি করেন, যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাসচালককে আটক করা হয়েছে।