রূপগঞ্জ :রূপগঞ্জে সফিকুল ইসলাম ওরফে টিসু (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত সফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শেওরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি গোলাকান্দইল নতুন বাজার এলাকার ফারুকের বাড়ির ভাড়াটিয়া।
এ ব্যপারে ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মোঃ জুলফিকার আলী জানান, সফিকুল ইসলাম ওরফে টিসু দীর্ঘ দিন ধরে গোলাকান্দইল নতুন বাজার এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে এ অভিযোগ প্রমানিত হয়। এতে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান