বাংলার খবর২৪.কম: দেশের অন্যতম প্রধান সমস্যা ট্রাফিক জ্যামকে সাফল্যের ফল হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
মঙ্গলবার দুপুরে বিনিয়োগ বোর্ড আয়োজিত ‘ব্লু ইকোনোমি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বর্তমান সরকারের আমলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আর দেশ যে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে তার উদাহরণ হলো ট্রাফিক জ্যাম। কারণ বিশ্বের উন্নত দেশগুলোতেও ট্রাফিক জ্যাম রয়েছে।
এসময় মন্ত্রীর এমন বক্তব্যে অট্টহাসিতে ফেটে পড়েন আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিবর্গ। উপস্থিত সাংবাদিক ও অতিথিবৃন্দ এ নিয়ে সমালোচনাও করেন পররাষ্ট্রমন্ত্রীর।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান