ডেস্ক : কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও কয়েক দফায় আবারো কয়েকশ অভিবাসীকে উদ্ধার করল ইন্দোনেশিয়ার স্থানীয় জেলেরা। কয়েকশ অভিবাসীকে নিয়ে ভাসতে থাকা একটি নৌকা উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার জেলেরা।
বুধবার দেশটির আচেহ প্রদেশের জেলেরা উপকূলের কাছ থেকে নৌকাটির অভিবাসীদের উদ্ধার করে।
মাঝ সমুদ্রে কয়েকশ মালয়েশিয়া গমনেচ্ছু রোহিঙ্গা ও বাংলাদেশী অভিবাসীকে নৌকায় রেখেই পালিয়ে যায় পাচারকারীরা।
এরপর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার থাইল্যান্ডের উপকূলে নৌকাটিকে ভাসতে দেখা যায়। নৌকাটির যাত্রীদের খাবার ও পানি দিয়ে গভীর সমুদ্রে ঠেলে দেয় থাইল্যান্ডের নৌবাহিনী। বিবিসির একটি তথ্যচিত্রে সে সময় যাত্রীদের খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায়। অনেককে মূত্র পান করতেও দেখেন বিবিসির প্রতিবেদক। তবে গত দুইদিন নৌকাটির কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
উদ্ধারের পর যাত্রীরা জানিয়েছেন, অন্তত তিনবার উপকূলে থেকে তাদের সমুদ্রে ঠেলে দিয়েছিল থাইল্যান্ড আর মালয়েশিয়ার নৌবাহিনী। এখনো কয়েক হাজার অভিবাসী আন্দামান সাগরে নৌকায় করে ভাসছেন বলে ধারণা করা হয়। সংকটের সমাধানে থাইল্যান্ড, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া জরুরী বৈঠকে করতে যাচ্ছে।
সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান