মানিকগঞ্জ : মানিকগঞ্জে জাহিদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীর এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার টেনারি মোড় এলাকার গোপাল চন্দ্র সূত্রধরের ছেলে ভজন চন্দ্র সূত্রধর, পৌর এলাকার সালাম মুন্সির ছেলে সাইফুল ইসলাম টিপু ও দৌলতপুরের কাকরাখি গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে কিনু মিয়া।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে সদর উপজেলার ঠাটাংগা গ্রামের সানাউল্লাহ মাতবরের ছেলে জাহিদ হোসেনকে গুলি করে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতে নিহত জাহিদের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত-পরিচয় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এর ধারাবাহিকতায় ২০০৫ সালের ৬ জুন অভিযোগ গঠিত হয়। পরে, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
এদিকে দণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে রায় ঘোষণার সময় একজন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মথুর নাথ সরকার ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন মতিয়ার রহমান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান