চাঁদপুর: চাঁদপুরে বিআইডব্লিউটিএ’র ২০ টি ঘাটের মধ্যে ১৭ টি ঘাটের টেন্ডার প্রথম দফায় অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সমঝোতায় ৬ ঘাটের টেন্ডার সম্পন্ন হওয়ায় সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিআইডব্লিউটিএ’র নৌ-বন্দর কর্মকর্তা মোঃ মোবারক হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক কামরুজ্জামান, মোঃ সারোয়ার আহম্মেদের উপস্থিতিতে চাঁদপুরসহ ৬টি জেলার ৫৩ টি ঘাটের টেন্ডার প্রথম দফায় অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুরের ২০ টি ঘাটের মধ্যে প্রথম দফায় ১৭ ঘাটের টেন্ডার অনুষ্ঠিত হয়েছে। বাকি ৩টি দু’এক দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই ১৭ টি ঘাটের মধ্যে ৬টি ঘাটে টেন্ডারে মাত্র ৯ জন দরপত্র জমা দিয়েছে। সমঝোতার মাধ্যমে এই দরপত্র জমা দেওয়া হয়। ইচুলী লঞ্চ ঘাটে ২ জন, ষাটনলে ২জন, মতলব ফেরী ঘাটে ২জন, নয়ার হাটে ১ জন, সফরমালী ঘাটে ১ জন, কানুদীতে ১জন টেন্ডারে অংশগ্রহণ করেছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএ কার্যালয়ে প্রথম দফায় চাঁদপুর, শরিয়তপুর, মাদারীপুর, কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর এ ৬ টি জেলার ঘাটের ট্রেন্ডার প্রথম দফায় অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ জেলায় প্রথম দফায় কেউ অংশগ্রহণ করেনি বলে জানা যায়। জুলাই মাস পর্যন্ত পর্যায়ক্রমে ৯ দফায় অসমাপ্ত ঘাটগুলোর টেন্ডার প্রক্রিয়া শেষ হবে।
চাঁদপুর লঞ্চ ঘাট প্রথম দফায় কেউ অংশগ্রহণ করেনি। একে কেন্দ্র করে সিন্ডিকেট গড়ে উঠেছে। সমঝোতার মাধ্যমে শেষ দফায় পূর্বের দরপত্রের চেয়ে নি¤œ মূল্যে নেওয়ার পায়তারা চালাচ্ছে।
বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের যোগসাজশে উৎকোচের বিনিময় তাদেরকে হাত করে ঘাটগুলো নি¤œ মূল্যে দরপত্রে নেয়ার চেষ্টা করছে। এতে প্রকৃত ইজারাদাররা হচ্ছে বঞ্চিত ।
প্রথম দফায় চাঁদপুরে যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম ও সর্বোচ্চ দর দাতার বিষয়ে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা অংশগ্রহণ করেছে তাদের নাম ও ঘাট যারা পাবে তা এ মুহুর্তে বলা যাবে না। ৯ দফা পর্যন্ত অবশিষ্ট ঘাটগুলোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে বলা যাবে। এ দিকে প্রথম দফায় সমঝোতার মাধ্যমে ৬টি ঘাটের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।