কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় লেদুবাহিনীর সঙ্গে গোয়েন্দা পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় শহিদুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে বদরখালীর কোদালীয়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) ইমন চৌধুরী।
আটক শহিদুর রহমান উপজেলার পালাকাটা ইউনিয়নের নুরুন্নবীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল পালাকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে জলদস্যুর সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। পরে জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জলদস্যু শহিদুর রহমানকে আটক করা হয়। গুলিবিদ্ধ জলদস্যুসহ আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দু’টি বন্দুক, একটি এলজি, ৪৫ রাউন্ড তাজা কার্তুজ ও ১৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান