সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জিন্নত আলী (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার দাতিয়াপাড়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ধর্মপাশা কোর্ট এর জিআর উজ্জ্বল মিয়া জানান, জমি সংক্রান্ত (সি.আর মামলায়) বোনের দায়েরকৃত মামলার আসামি ছিলেন জিন্নত আলী। ওই মামলায় তিনি দীর্ঘদিন জামিনে মুক্ত থাকার পর আজ বুধবার তার আদালতে নিয়মিত হাজিরার নির্ধারিত তারিখ ছিল। সে অনুযায়ী তিনি আজ আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক জিন্নত আলীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কোর্ট হাজতে রাখা হয়। এর কিছুক্ষন পরেই তিনি হঠাৎ বুকে ব্যাথ্যা অনুভব করলে দ্রুত তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফুর রহমান বলেন, জিন্নত আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান