ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক শহরের দুটি গ্রামের কাছে রুশপন্থি গেরিলাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সরকারি চার সেনা নিহত ও দু জন আহত হয়েছে।
লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসন এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে- আহত এক সেনার অবস্থা খুবই গুরুতর। আঞ্চলিক প্রশাসনের প্রধান হেন্নাদি মোস্কাল রুশপন্থি গেরিলাদেরকে ইউক্রেনের সেনা অবস্থানে মর্টার ও কামানের গোলা ছুঁড়ে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করেছেন। রুশপন্থিদের গোলা ছোঁড়ার পর মুখোমুখি যুদ্ধ শুরু হয় বলেও তিনি দাবি করেন। তার আগে, লুহানস্কের ক্যাতেরিনোভকা গ্রামে প্রায় দু’ঘণ্টা লড়াই হয়।
পূর্ব ইউক্রেনের লুহানস্ক ও দোনেস্ক হচ্ছে প্রধানত রুশ ভাষাভাষি অঞ্চল। ২০১৪ সালে ইউক্রেনের সরকারি সেনারা এ দুটি অঞ্চলে সামরিক অভিযান চালানোর পর থেকে সেখানে রুশপন্থি ও ইউক্রেনের সেনাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলে আসছে। গত ফেব্রুয়ারি মাসে দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে দু পক্ষই পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছে। সূত্র: রেডিও তেহরান
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান