বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে মেসার্স আলিফা এন্টাপ্রাইজের সত্ত্বাধিকারী রফিউল ইসলাম দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করেছে।
মঙ্গলবার দুপুর ৩টায় জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এম নুরুল ইসলাম ও সাবেক প্রধান নিবার্হী কর্মকর্তা নিখিল চন্দ্র দাসকেও অভিযুক্ত করা হয়েছে।
আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল অফিসকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
মামলার বাদী রফিউল ইসলাম জানান, ১৬ মার্চ স্মারকের মাধ্যমে নগরীর সড়ক, ড্রেন, বৈদ্যুতিক বাতি প্রকল্প বাবদ ৫৩ লাখ ২০ হাজার টাকার দরপত্র আহ্বান করে সিটি করপোরেশন। এক্ষেত্রে নিয়ম রয়েছে দরপত্র আহ্বান করার বিষয়টি পত্রিকায় বা করপোরেশনের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করতে হয়। এ নিয়ম বাড়তি সুবিধা বা মেয়রের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য উপেক্ষিত হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান