ঢাকা: দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকা বিএনপি নেতা সালাহ উদ্দিনকে ভারতের শিলং থেকে ফেরত আনার বিষয়ে সরকার ‘ভারতের সিদ্ধান্তের অপেক্ষায়’ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে যোগাযোগ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত যদি তাকে এখনই ফেরত দেয়, তাহলে ফেরত আনা হবে। “আর তার বিরুদ্ধে সেখানে অবৈধ অনুপ্রবেশের মামলা চললে পরে ফেরত আনতে হবে। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
এদিকে ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার পুলিশ সুপার এম খাড়খাড়ং সোমবারই বলেছেন, পুলিশ হেফাজতে চিকিৎসাধীন সালাহ উদ্দিনের এখনই ছাড়া পাওয়ার কোনো ‘সম্ভাবনা নেই’।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলার কথা মনে করিয়ে দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এখন তার ছাড়া পাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি।”
এদিকে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ মঙ্গলবার আবারও শিলংয়ের সিভিল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন তার স্বামীর সঙ্গে দেখা করেছেন বলে গণমাধ্যমের খবর।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছেন। গত ২০ বছর ধরে তিনি সিঙ্গাপুরে এসব রোগের চিকিৎসা নিয়ে আসছেন। এ কারণে তাকে তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যেতে চান।
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার সালাহ উদ্দিনকে ভারতের বাইরে তৃতীয় কোনো দেশে নেওয়া সম্ভব কি না, সে বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন সাবেক সাংসদ হাসিনা।
এর আগে সোমবার রাতে স্বামীর সঙ্গে প্রথম দফা সাক্ষাতের পরও হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, “আমার স্বামী খুব বেশি অসুস্থ। আমরা চেষ্টা করব, আইনি প্রক্রিয়ার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য তাকে তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়ার জন্য।”
হাসিনার সঙ্গে এ সময় তার ভগ্নিপতি মাহবুব কবির ও আরেকজন আত্মীয় এবং বিএনপি নেতা আব্দুল লতিফ জনি ছিলেন।
হাসিনা তার স্বামীর সন্ধানের জন্য ভারত সরকার ও মেঘালয় পুলিশকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
দুই মাস আগে ঢাকায় ‘নিখোঁজ’ হওয়ার পর গত ১১ মে শ খানেক কিলোমিটার দূরে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিবের সন্ধান মেলে।
আচরণ অসংলগ্ন মনে হওয়ায় বাংলাদেশের সাবেক এই প্রতিমন্ত্রীকে প্রথমে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হলেও পরে স্থানান্তর করা হয় শিলং সিভিল হাসপাতালে।
৫৪ বছর বয়সী সালাহ উদ্দিন নিজেও দাবি করেছেন, অচেনা এক দল লোক তাকে তুলে নিয়েছিল। এরপর থেকে আর কিছুই তিনি মনে করতে পারছেন না।
হাসপাতাল থেকে যদি পুলিশ সালাহ উদ্দিনকে আদালতে হাজির করে, তাহলে বাংলাদেশের এই নেতাকে ভারতের কারাগারে যেতে হবে বলে আইনজীবীরা জানিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদ-।
আইনজীবীরা বলছেন, আদালতে হাজির করার পর যদি সরকার তাকে ফেরত পাঠানোর আবেদন করে, আদালত তা বিবেচনা করতে পারে।
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে লুকিয়ে থেকে বিবৃতি পাঠিয়ে আসা সালাহ উদ্দিনকে গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে তুলে নেওয়া হয় বলে তার পরিবারের দাবি।
এজন্য হাসিনা আহমেদ ও বিএনপি আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়ী করলেও সরকারের পক্ষ থেকে বরাবরই তা অস্বীকার করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান