পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

যে কারণে খুন হলেন তাবলীগ জামায়াতকর্মী

সিলেট : মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয়কে নির্মমভাবে খুনের ঘটনার রেশ না কাটতেই আবারও একটি খুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নগরজুড়ে। অনন্ত বিজয় হত্যাকা-ের ছয় দিন পর সিলেট নগরীর সওদাগরটুলায় নিজ বাসায় নির্মমভাবে জবাই করে হত্যা করা হয় তাবলীগ জামায়াতকর্মী ইব্রাহিম আবু খলিলকে (৫৫)। যদিও এ হত্যাকা-ের দায় স্বীকার করে নিয়েছে তার নিজের স্ত্রী।

সোমবার ভোর রাতে নগরীর সওদাগরটুলাস্থ নিজ বাসায় তাকে জবাই করে হত্যা করা হয়। ইব্রাহিম আবু খলিল ওই এলাকার ১নং বাসার সাদ উদ্দিন আল হাবীবের ছেলে। এমন হত্যাকা-ে নগর জুড়ে চলছে আলোচনা। শুধু আলোচনাই নয় ওই এলাকার বসবাসরত বাসিন্দাও হয়েছেন অবাক। এমন একটা পরিবারে এ ঘটনা ঘটলো এটা ভেবেই! কারণ হিসেবে ওই এলাকার বাসিন্দাদের অনেকেই বলেন, ইসলামিক আদব-কায়দা মেনে চলেন এ পরিবারের প্রত্যেকটা সদস্য।

তাবলিগ জামায়াতের স্থানীয় আমির ইব্রাহিম আবু খলিল তার প্রথম স্ত্রী মোছাম্মৎ ফাতেহা মাশরুকার হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, একাধিক বিয়ে করা, তাবলিগের কারণে পরিবারে সময় না দেওয়া, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে অনিশ্চয়তা থেকেই ফাতেহা স্বামীকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ফাতেহার স্বীকারোক্তি অনুযায়ী ইব্রাহিম খলিলের বাড়ি থেকে রেলের একটি লোহার পাত ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।

১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য মঙ্গলবার বিকেলে নিহত খলিলের স্ত্রী ফাতেহা মাশরুকাকে আদালতে হাজির করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বামী ইব্রাহীম আবু খলিলকে হত্যার দায় স্বীকার করেন তিনি। সিলেট মহানগর প্রথম আদালতে ম্যাজিস্ট্রেট হাকিম মো. সাহেদুল করিমের কাছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেহা।

ইব্রাহিম খলিল তিনটি বিয়ে করেছেন। ফাতেহা তার প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী মৌলভীবাজারের বড়লেখার সুজানগর এলাকায় থাকেন। ইব্রাহিম তৃতীয় বিয়ে করেছেন দিনাজপুর জেলায়।

সোমবার সকালের ঘটনা : রোববার রাতে খাওয়া-দাওয়া সেরে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম। সোমবার সকালে তার ঘরের দরজা খোলা পাওয়া যায়। এসময় ঘরের খাটের নিচে হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় খলিলের লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখের উপর একটি বালিশও চাপা দেয়া ছিল। বিষয়টি পুলিশকে জানালে সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ।

সোমবার বিকেলের ঘটনা : সোমবার বিকেলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেহা মাশরুকা (৪৫) হত্যার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। পরে সোমবার সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ফাতেহাকে আদালতে হাজির করা হলেও হাকিম না থাকায় তার জবানবন্দি গ্রহণ করা সম্ভব হয়নি।

পরে (আজ) মঙ্গলবার পুনরায় ফাতেহাকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজির হওয়ার পর স্বামী হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেহা মাশরুকা।

ঘটনার বিবরণ : ‘ঘটনার রাতে তারা যার যার ঘরে ঘুমিয়েছিলেন। ফাতেহা বলেছেন, রাত প্রায় ৩টার দিকে রেলওয়ের পাত নিয়ে তিনি স্বামীর ঘরে যান এবং ঘুমন্ত ইব্রাহিমের মাথায় আঘাত করেন। ইব্রাহীম ধস্তাধস্তির চেষ্টা করলে তার পেটের ডান দিকে তিনটি আঘাত করেন। পরে স্বামীর দুই হাত রশি দিয়ে বেঁধে ফেলেন এবং ছোরা দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন।’

স্বামীকে ‘জবাই করে’ ফাতেহা ওই বাসাতেই ছিলেন। তিনি একাই এ হত্যাকা- ঘটিয়েছেন বলে দাবি করেছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ফাতেহা মাশরুকা নিজে ইব্রাহিম খলিলকে খুন করেছেন বলে আদালতে স্বীকার করেছেন। পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকা- বলেও আদালতে জানিয়েছেন ফাতেহা।

আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ফাতেহা মাশরুকা আরো জানান, তার স্বামী ইব্রাহিম একাধিক বিয়ে করেছেন। তার এক স্ত্রী দিনাজপুরে এবং আরেকজন গ্রামের বাড়ি সুজানগরে থাকেন। মূলত এসব নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

যে কারণে খুন হলেন তাবলীগ জামায়াতকর্মী

আপডেট টাইম : ০৩:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫

সিলেট : মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয়কে নির্মমভাবে খুনের ঘটনার রেশ না কাটতেই আবারও একটি খুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নগরজুড়ে। অনন্ত বিজয় হত্যাকা-ের ছয় দিন পর সিলেট নগরীর সওদাগরটুলায় নিজ বাসায় নির্মমভাবে জবাই করে হত্যা করা হয় তাবলীগ জামায়াতকর্মী ইব্রাহিম আবু খলিলকে (৫৫)। যদিও এ হত্যাকা-ের দায় স্বীকার করে নিয়েছে তার নিজের স্ত্রী।

সোমবার ভোর রাতে নগরীর সওদাগরটুলাস্থ নিজ বাসায় তাকে জবাই করে হত্যা করা হয়। ইব্রাহিম আবু খলিল ওই এলাকার ১নং বাসার সাদ উদ্দিন আল হাবীবের ছেলে। এমন হত্যাকা-ে নগর জুড়ে চলছে আলোচনা। শুধু আলোচনাই নয় ওই এলাকার বসবাসরত বাসিন্দাও হয়েছেন অবাক। এমন একটা পরিবারে এ ঘটনা ঘটলো এটা ভেবেই! কারণ হিসেবে ওই এলাকার বাসিন্দাদের অনেকেই বলেন, ইসলামিক আদব-কায়দা মেনে চলেন এ পরিবারের প্রত্যেকটা সদস্য।

তাবলিগ জামায়াতের স্থানীয় আমির ইব্রাহিম আবু খলিল তার প্রথম স্ত্রী মোছাম্মৎ ফাতেহা মাশরুকার হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, একাধিক বিয়ে করা, তাবলিগের কারণে পরিবারে সময় না দেওয়া, সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে অনিশ্চয়তা থেকেই ফাতেহা স্বামীকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ফাতেহার স্বীকারোক্তি অনুযায়ী ইব্রাহিম খলিলের বাড়ি থেকে রেলের একটি লোহার পাত ও একটি ছোরা উদ্ধার করেছে পুলিশ।

১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য মঙ্গলবার বিকেলে নিহত খলিলের স্ত্রী ফাতেহা মাশরুকাকে আদালতে হাজির করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বামী ইব্রাহীম আবু খলিলকে হত্যার দায় স্বীকার করেন তিনি। সিলেট মহানগর প্রথম আদালতে ম্যাজিস্ট্রেট হাকিম মো. সাহেদুল করিমের কাছে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেহা।

ইব্রাহিম খলিল তিনটি বিয়ে করেছেন। ফাতেহা তার প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী মৌলভীবাজারের বড়লেখার সুজানগর এলাকায় থাকেন। ইব্রাহিম তৃতীয় বিয়ে করেছেন দিনাজপুর জেলায়।

সোমবার সকালের ঘটনা : রোববার রাতে খাওয়া-দাওয়া সেরে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ইব্রাহিম। সোমবার সকালে তার ঘরের দরজা খোলা পাওয়া যায়। এসময় ঘরের খাটের নিচে হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় খলিলের লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখের উপর একটি বালিশও চাপা দেয়া ছিল। বিষয়টি পুলিশকে জানালে সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ।

সোমবার বিকেলের ঘটনা : সোমবার বিকেলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেহা মাশরুকা (৪৫) হত্যার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। পরে সোমবার সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ফাতেহাকে আদালতে হাজির করা হলেও হাকিম না থাকায় তার জবানবন্দি গ্রহণ করা সম্ভব হয়নি।

পরে (আজ) মঙ্গলবার পুনরায় ফাতেহাকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজির হওয়ার পর স্বামী হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফাতেহা মাশরুকা।

ঘটনার বিবরণ : ‘ঘটনার রাতে তারা যার যার ঘরে ঘুমিয়েছিলেন। ফাতেহা বলেছেন, রাত প্রায় ৩টার দিকে রেলওয়ের পাত নিয়ে তিনি স্বামীর ঘরে যান এবং ঘুমন্ত ইব্রাহিমের মাথায় আঘাত করেন। ইব্রাহীম ধস্তাধস্তির চেষ্টা করলে তার পেটের ডান দিকে তিনটি আঘাত করেন। পরে স্বামীর দুই হাত রশি দিয়ে বেঁধে ফেলেন এবং ছোরা দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন।’

স্বামীকে ‘জবাই করে’ ফাতেহা ওই বাসাতেই ছিলেন। তিনি একাই এ হত্যাকা- ঘটিয়েছেন বলে দাবি করেছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ফাতেহা মাশরুকা নিজে ইব্রাহিম খলিলকে খুন করেছেন বলে আদালতে স্বীকার করেছেন। পারিবারিক দ্বন্দ্বের জেরেই এই হত্যাকা- বলেও আদালতে জানিয়েছেন ফাতেহা।

আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ফাতেহা মাশরুকা আরো জানান, তার স্বামী ইব্রাহিম একাধিক বিয়ে করেছেন। তার এক স্ত্রী দিনাজপুরে এবং আরেকজন গ্রামের বাড়ি সুজানগরে থাকেন। মূলত এসব নিয়ে তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো।