সিউল: সার্বিক বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমন্বিত প্রচেষ্টার জন্য এশীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ার নেতৃত্ব বিষয়ক ষষ্ঠ সম্মেলনে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
মোদি বলেন, ভারতের প্রবৃদ্ধি সাত শতাংশেরও বেশি বেড়েছে। এটি কেবল এশিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্যও আশা জাগানিয়া।
মোদি আরো বলেন, বিশ্বকে পাল্টে দিতে এবং জাতিসংঘের মতো বিশ্ব প্রতিষ্ঠানসমূহের সংস্কারে এশীয় হিসেবে এসব দেশকে অবশ্যই কাজ করতে হবে। তিনি বলেন, ভারতের অগ্রগতি এশিয়ারই সাফল্যের গল্প যা এ অঞ্চলের স্বপ্ন পূরণে বড় বাস্তবতা হিসেবে কাজ করবে।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে মোদি জীবনযাত্রা পাল্টানোর ওপর গুরুত্বারোপ করেন এবং একইসঙ্গে প্রাকৃতিক প্রযুক্তির জন্যে এশীয় দেশগুলোকে একযোগে কাজ করার কথাও বলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান