ঢাকা : সুশীল সমাজের কঠোর সমলোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমাদের দেশে অনেক সুশীল সমাজের লোক আছে সরকারের কোনো উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না। মনে রাখতে হবে এরা একাত্তরের পরাজিত শক্তির দোসর। তাদের কাজ হলো সরকারের প্রতিটি জায়গায় ভুল খুঁজে বেড়ানো।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ‘শেখ হাসিনার ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ এসব কথা বলেন ।’
হানিফ বলেন, টিআইবি বলেছে, সিটি নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল। কোথায় ত্রুটি ছিল আপনারা দেখান। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এবং প্রত্যক প্রার্থী নির্বিগ্নে ভোট চাইতে পেরেছে। যদি তাই না হতো তাহলে বিএনপি এবং জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা বিজয়ী হতে পারতো না।’
আয়োজক সংগঠনের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের’ সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম আযম খসরু প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান