সিলেট : স্ট্যান্ডার্ড ব্যাংকের সিলেটের বিশ্বনাথ শাখা থেকে এক গ্রাহকের সাড়ে ৮ লাখ টাকা গায়েব হয়ে গেছে। ব্যাংক শাখার সাবেক এক ব্যবস্থাপক ও ক্যাশিয়ারের যোগসাজশেই ওই টাকা গায়েব হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পরবর্তীতে লিখিত অভিযোগের পরে সোমবার গ্রাহকের টাকা অবশ্য ফেরত দিয়েছে ব্যাংকটির শাখা বলে জানা গেছে।
এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যাংকের বিশ্বনাথ শাখার সাবেক ব্যবস্থাপক হোসেইন আহমদ পাপ্পু ও ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে ব্যাংকটির সিলেট শাখায় বদলী করা হয়েছে।
জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের গ্রাহক ও বিশ্বনাথ উপজলো সদরের আল-হেরা শপিং সিটির অপরুপা ফ্যাশনের পরিচালক গত বছরের ২৩ নভেম্বর ৫ লাখ টাকা, ২৪ ডিসেম্বর সাড়ে ৩ লাখ টাকা করে মোট সাড়ে ৮ লাখ টাকা স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখায় তার হিসেবে জমা রাখেন। কিন্তু সেই টাকা হিসাবে জমা হয়নি।
গত ৫ মে রাসেল নিজের হিসেব থেকে টাকা তুলতে গিয়ে জানতে পারেন তার হিসেবে কোনো টাকা নেই। বিষয়টি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে আলাপের পর বেরিয়ে আসে থলের বেড়াল। ধরা পড়ে টাকা গায়েব করে দেয়ার কাহিনী। কর্মকর্তাদের পরামর্শে গ্রাহক রাসেল বিষয়টি লিখিত আকারে অভিযোগ হিসেবে জমা দেন।
অভিযোগের ভিত্তিতে ওইদিনই ওই সময়কার স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশ্বনাথ শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংক শাখার ব্যবস্থাপক হোসেইন আহমদ পাপ্পু এবং ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে ক্লোজড করা হয়।
এ ব্যাপারে স্ট্যান্ডার্ড ব্যাংক বিশ্বনাথ শাখার বর্তমান ব্যবস্থাপক সুজিত চন্দ্র দাশ শীর্ষ নিউজকে বলেন, রাসেল নামের ওই গ্রাহকের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ক্লোজড করে সিলেট শাখায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
গ্রাহকের টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহক রাসেলকে ব্যাংক থেকে টাকা দেয়া হয়েছে। যদিও একটু দেরি হয়েছে। আর এ ধরনের ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
টাকা ফেরত পাওয়া প্রসঙ্গে আল-হেরা শপিং সিটির অপরুপা ফ্যাশনের পরিচালক রাসেল আহমদ বলেন, ৫ মে ব্যাংকে গিয়ে এ ঘটনা জানার পর আমি ব্যাংকে লিখিত অভিযোগ দেই। আমার অভিযোগ দেওয়ার পর আজ ব্যাংক থেকে আমাকে আমার সম্পূর্ণ টাকা দেয়া হয়েছে।