ডেস্ক : অবৈধভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়ার পথে পাচার হওয়া প্রায় ২ শতাধিক বাংলাদেশিকে মিয়ানমারের জলসীমায় একটি ট্রলারে আটকে রেখেছে মানবপাচারকারীর একটি চক্র। কোস্টগার্ড এ তথ্য দিয়ে জানিয়েছে। আটককৃতদের মধ্যে এক বাংলাদেশি ফোনের মাধ্যমে জানিয়েছেন, মুক্তিপণের জন্য তাদের এখানে আটকে রাখা হয়েছে।
টেকনাফ জোনের কোস্টগার্ড এর লেফটেন্যান্ট কমান্ডার নুরুল হুদা বলেছেন, বিষয়টি তাদের নজরে আছে কিন্তু মিয়ানমার জলসীমায় হওয়ায় উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না।
এর আগে রোববার ছেড়া দ্বীপ থেকে যে ৭ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে কোস্টগার্ড তারাই এ খবর দেয় যে মানবপাচারকারীদের হাতে তাদেরই মত আরো ২ শতাধিক বাংলাদেশি নাগরিককে মিয়ানমারের জলসীমায় আটকে রাখা হয়েছে। আর ছেড়া দ্বীপ থেকে ওই ৭ জন বাংলাদেশি নাগরিককে প্রথমে জেলেরা উদ্ধার করে কোস্টগার্ডের হাতে তুলে দেয়।
সূত্র :বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান