খাবার হিসেবে মানুষের মাংস পরিবেশন করা হয় নাইজেরিয়ার এক রেস্টুরেন্টে। গা ছমছম করার মতো শোনালেও ঘটনা সত্য। নাইজেরিয়ার আনামব্রাতে এক রেস্টুরেন্টে। মানুষের মাংস পরিবেশন করার অভিযোগ করায় বন্ধ করে দেয়া হয় সেই রেস্টুরেন্টটি। বিবিসি নিউজ সোহিলির খবরে প্রকাশ, ওই হোটেলের কাস্টমাররা অভিযোগ করেন তাদের মানুষের মাংস পরিবেশন করা হয়েছে। গুজব না সত্যি যাচাই করতে তদন্তে নামে পুলিশ। বিবিসির রিপোর্টে প্রকাশ, পুলিশ রেস্টুরেন্টে তদন্ত চালানোর পর যা উদ্ধার করে তা সত্যি ভয়ানক। উদ্ধার হয় তাজা রক্তাক্ত মানুষের মাথা। তখনও গলগল করে রক্ত বেরোচ্ছে। সেখান থেকে কিছু ধারলো অস্ত্র ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। বিবিসিকে এক স্থানীয় বাসিন্দা জানান, যখনই বাজারে যাই, দেখি হোটেলে সন্দেহজনক কারবার চলছে। ওই হোটেলের কর্মচারীদের কখনোই পরিষ্কার জামায় দেখা যেত না। তাদের চোখে-মুখে কিসের যেন একটা ভয়! এক সন্ন্যাসী ওই হোটেলে খেতে গেলে তার বিল হয় ৭০০ নায়ার অর্থাৎ ২.২০ ইউরো। যেটা অন্য হোটেলের চেয়ে অনেক বেশি। তিনি জানান, ‘আমাকে ছোটো ছোটো মাংসের টুকরো খেতে দেয়া হয়, যার মূল্য ভাবতেও পারিনি। এ ঘটনা জানার পর তিনি উদ্বেগের সঙ্গে জানান, আমি কখনোই ভাবতে পারিনি, আমাকে মানুষের মাংস দেয়া হয়েছে। আর যার দাম এত বেশি! পুলিশ এখন পর্যন্ত দশ জনকে গ্রেফতার করেছে।
শিরোনাম :
খাবার হিসেবে মানুষের মাংস
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫
- ১৫৬০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ