বাংলার খবর২৪.কম: ২০০৭ ইরাকে এক বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন ৩০ বছর বয়সী হানা ক্যাম্পবেল। বসরা শহরে একটি বিল্ডিংয়ে গার্ড দিচ্ছিলেন তিনি। বিস্ফোরণে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। দুই টুকরো হয়ে যায় বাম হাত। বাম পা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনা এখানেই শেষ হয়নি। নষ্ট হয়ে যায় ক্যাম্পবেলের যকৃত, গর্ভাশয়। অবশেষে হার্ট অ্যাটাক। মৃত্যু অপেক্ষা করছে তাকে স্বাগত জানাতে। কিন্তু ক্যাম্পবেল হাঁটা দিল উল্টোদিকে। প্রবল ইচ্ছাশক্তি ও ধৈর্যের হাত ধরে ফিরে আসেন স্বাভাবিক জগতে। ক্যাম্পবেলের ভাষায়, ‘ডাক্তারের আন্তরিক সেবায় আমি নতুনভাবে জীবন ফিরে পাই’।
তিনি শরীরের প্রায় সবকিছু পাল্টে ফেলেন। বিপুল ব্যয় করে তিনি হন সত্যিকারের ‘বায়োনিক নারী’। শরীরে গভীর ক্ষতস্থান পূরণ করতে ও নিজেকে আরো সুন্দর করে তুলতে তিনি খরচা করেন ৫২ হাজার ৫০০ ইউরো। বাংলাদেশী মুদ্রায় প্রায় বায়ান্ন লাখ ৬০ হাজার টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তিনি অবশ্য ৩ লাখ ৮০ হাজার ইউরো পেয়েছিলেন।
তিনি একটি প্রোসথেটিক পা লাগান। ত্বকের ক্ষতস্থানে বোটোক্স করেন। নানানরকম শরীরি নকশায় সুন্দর করে তোলেন নিজের জীবনকে। তিনি শুধু শরীরে ক্ষতস্থানেই চিকিৎসা করেননি। তার স্তনকে আরো বড় করেন। ক্ষতিগ্রস্থ গর্ভাশয় সারিয়ে আজ তিনি এক কন্যা সন্তানের জননী। মৃত্যুকূপ থেকে ফিরে তিলে তিলে বাস্তবকে জয় করে আজ তিনি সবচেয়ে ‘দামী’ নারী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান