ঢাকা : কলকাতায় নামলেন সালাহ উদ্দিনের স্ত্রী। তাকে বহনকারি এয়ার ইন্ডিয়ার বিমানটি নিরাপদেই নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। যাত্রা পথে সময় নেয় এক ঘণ্টা এক মিনিট।
রোববার রাতে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই ৯টা ৩৫ মিনিটে ঢাকা ছাড়ে বিমানটি।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে রয়েছেন সালাহ উদ্দিনের ভগ্নিপতি মাহবুবুল কবির মুনমুন।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল রাত ৯টা ৪০ মিনিটে। তবে ট্রাফিক ক্লিয়ার পাওয়ায় নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই বিমানটি ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দর থেকে উড়ে যায়।
এর আগে রোববার সালাহ উদ্দিনের স্ত্রী ভারতীয় হাইকমিশন থেকে ভিজিট ভিসা পেয়েছেন। মেঘালয়ের শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বামী সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করতেই ভারতে যাচ্ছেন তিনি।
প্রথমে তিনি কলকাতা যাবেন। সেখান থেকে সকালে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান