ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা বিএনপির সাধার সম্পাদক আব্দুল মালেক সহ জেলা বিএনপি ও যুবদলের চার নেতা অগ্নিসংযোগ মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর আশরাফুল বারী জানান, ২০ দলের অবরোধ কর্মসূচি চলাকালে গত ৩০ জানুয়ারী ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে একটি ট্রাকে অগ্নিসংযোগের মামলার আসামি বিএনপির ওই পাঁচ নেতা। আসামিরা এ দিন আদালতে হাজির হলে বিচারক বিশ্বনাথ ম-ল তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
আসামিরা হলেন, বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব রনক, জেলা বিএনপির ছাত্র বিযয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান