ঢাকা: বাংলাদেশের লোকসংগীত শিল্পী এবং এমপি মমতাজ লেবাননের রাজধানী বৈরুতে আটকা পড়েছেন। তার সংগীত অনুষ্ঠানকে ঘিরে এক বাংলাদেশি খুন হওয়ায় এই জটিলতা দেখা দিয়েছে। কেবল মমতাজই নয়, সেখানে থাকা অনেক বাংলাদেশিই এখন দেশে ফিরতে পারছেন না। অনেককেই বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত রবিবার রাতে অনুষ্ঠান থেকে সবাই যখন ফিরছিলেন, তখন দুই বাংলাদেশির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয় এবং খুনের ঘটনা ঘটে।
বৈরুতে থাকা বাংলাদেশিরা জানান, খুনের ঘটনায় হানিফ নামের একজনকে লেবানন পুলিশ খুঁজছে। ওই হানিফকে পালাতে সহায়তা করেছেন এই অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা লুতফর রহমান শ্যামলকে আটক করেছে পুলিশ। তার অনুরোধেই বৈরুতে গিয়েছিলেন মমতাজ। অনুষ্ঠানের পরদিন সোমবার বাংলাদেশে আসার কথা থাকলেও মমতাজ এই মুহূর্তে আসতে পারছেন না।