খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনারটেক গ্রামে পায়খানার গর্তে পড়ে গ্যাসক্রিয়ায় প্রদীপ শশী ও তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত অপর দুই ভাই হলেন হেভেন্টু চাকমা (৩৫) উভেন্টু চাকমা (৩২)। গ্যাসক্রিয়ায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত প্রদীপ শশী দৈনিক ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি ছিলেন বলে জানা যায়।
রবিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রদীপ শশী চাকমার স্ত্রী উজ্জল চাকমা জানান, রাত পৌনে ১২টার দিকে উভেন্টু চাকমা বাড়ির পাশের পায়খানা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সø্যাব ভেঙে প্রায় ১৫ ফুট গভীরে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকার শুনে প্রদীপ শশী চাকমা ও হেভেন্ট চাকমা উদ্ধার করতে যান। পায়খানার গর্তে তিনজনই অজ্ঞান হয়ে পড়েন।
প্রতিবেশী উজ্জল চাকমা জানান, তারা খবর পেয়ে গর্ত থেকে তিন ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
গ্যাসক্রিয়ায় রিপন চাকমা (২০) বাবলুক চাকমা (২২) নামে আরও দুইজন অসুস্থ হয়েছেন। তারা মহালছড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার তানজিল ফরহাদ জানান, হাসপাতালে তিনজনকেই মৃত অবস্থায় আনা হয়। দীর্ঘদিনের জমে থাকা গ্যাসের ক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবীর জানান, তিন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থেলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান