বাগেরহাট(খুলনা) : আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, সন্ত্রাসীদের পেশী শক্তি ও কালো টাকার মালিকদের ব্যবহার করে যারা সরকারে আসে, তাদের দ্বারা মানবাধিকার রক্ষা করা সম্ভব নয়। দেশে কোন জবাববদিহিতা না থাকায় এখনও আমাদের অসংখ্য অভিবাসী অসহায়ের মতো সমুদ্রে ভাসছে।
রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম ও আস বাংলাদেশ আয়োজিত মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সুলতানা কামাল আরও বলেন, সরকার যখন নিপীড়কের ভূমিকা নেয়, দেশ তখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়ে মানবাধিকার ভূলুণ্ঠিত হয়। দেশে কোন জবাববদিহিতা না থাকায় এখনও আমাদের অসংখ্য অভিবাসী অসহায়ের মতো সমুদ্রে ভাসছে। এসব অসহায় মানুষ যেকোন সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। কোনো দেশ তাদের আশ্রয় দিচ্ছে না, মানুষ হিসেবে আমাদের যে জবাবদিহিতা সেখানে কিভাবে বলবো আমরা আসলে একটা সভ্য সমাজে বসবাস করছি।
আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যপক বুলবুল কবীর, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবু, অ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, সেলিনা বেগম, লুনা সিদ্দিকী, ফররুখ হাসান জুয়েল, শামিম হাসান প্রমুখ।
এসময় সুলতানা কামাল বলেন, এখনও অসংখ্য অভিবাসি অসহায়ের মতো সমুদ্রে ভাসছে। এসব অসহায় মানুষ যেকোন সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। কোন দেশ তাদের আশ্রয় দিচ্ছে না, মানুষ হিসেবে আমাদের যে জবাবদিহিতা সেখানে আমরা কিভাবে বলবো যে আমরা আসলে একটা মনুষ্য সমাজে বসবাস করছি।
সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। সুন্দরবন আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করছে। তাই সুন্দরবনকে বাঁচাতে সরকার যে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মান করছে আমরা এখনো তার বিরোধীতা করছি বলেও মন্তব্য করেন তিনি।