চাঁপাইনবাবগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির রাজনীতি ধ্বংসের রাজনীতি, তারা মানুষ খুন করে। এরপরেও তাদের ভোট দেবেন তা হতে পারে না।’
শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি সর্বত্র ধ্বংসের চিহ্ন রেখে গেছে। বিএনপি-জামায়াত মানে ধ্বংসের রাজনীতি। তাদেরকে কেউ ভোট দেবে না। তাদের কোনো সমর্থন থাকতে পারে না।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু আওয়ামী লীগ বিদ্যুৎ দিলে ওই বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে ধ্বংস করে। বিএনপি মানেই ধ্বংসের রাজনীতি করা। জামায়াত মানেই ধ্বংসের রাজনীতি করা। তারা মানুষের ধ্বংস করতে পারে। এদের মতো জঘন্য রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখে নাই।’
সীমান্ত চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের পার্লামেন্টে সীমান্ত চুক্তি সংক্রান্ত বিল পাস আওয়ামী লীগের রাজনৈতিক ও কূটনৈতিক বিজয়। লংমার্চ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আগে কেউ এই চুক্তি আদায় করতে পারেনি।’
তিনি আরো বলেন, ‘বিএনপি মুখে ভারত বিরোধিতা করে, কিন্তু ক্ষমতায় গেলে ঠিকই ভারতের তোষামোদ করে। তারা ক্ষমতায় থাকতে কোনো চুক্তি বাস্তবায়ন করতে পারেনি।’
এর আগে শনিবার দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি চাপাইনবাবগঞ্জে ৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান