ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তবে বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যে পথে এগিয়ে গেছেন, শেখ হাসিনার সে পথে চলা গণতন্ত্র আমরা মেনে চলব।’
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘যে গণতন্ত্র মানুষ পুড়িয়ে মারে, যে গণতন্ত্র পেট্রোলবোমা মারে, যে গণতন্ত্র বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দেয়, সে গণতন্ত্র আমরা বিশ্বাস করি না।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া আপনি বার বার ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তাই আপনার দল আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আমাদের লক্ষ্য ২০১৯ সালে জনগণের রায়। মানুষ আমাদের মনযোগ দিয়ে দেখছে। এমন কোন কাজ আমরা করবো না, যাতে জনগণের মনে আমাদের সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হয়।’
সম্প্রতি অনুষ্ঠিত ৩ সিটি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি এই নির্বাচনে ৯ লাখ ভোট পেয়েছে। জনগণ আমাদের দেখছে। ৫ সিটি নির্বাচনের ভুল থেকে শুধরে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই নির্বাচনে জয়ী হয়েছি।
খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, খেলা শুরু হয়েছিলো, রেফারি ছিলো নির্বাচন কমিশন। কিন্তু আপনি খেলার মাঠ থেকে পালিয়ে গেলেন। আপনি যদি এভাবে পালিয়ে যান, তাহলে আপনাকে বাটিচালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। ২০১৯ সালে নির্বাচন হবে, খেলা হবে। বেগম জিয়া যদি মাঠে থাকেন, সেই নির্বাচনে খেলা হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালের নির্বাচনে বিএনপিকে হোয়াইটওয়াশ করা হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করে নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান