ডেস্ক : কায়রোর একটি আদালত সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দেয়ার পরপরই মিশরের সিনাই উপদ্বীপে তিন বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।
শনিবার তার রায় শোনার পর সিনাইয়ের দক্ষিণাঞ্চলের আরিশ শহরে বিচারক বহনকারী লক্ষ্য করে গুলি চালানো হলে তিন বিচারক নিহত হন।
গুলিতে মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন। হামলায় অপর এক বিচারক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
গুপ্তচরবৃত্তি এবং বিভিন্ন অভিযোগে কায়রোর একটি আদালতে গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে তার ১০৫ সহকর্মীসহ মৃত্যুদণ্ড দেয়ার কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটে।
সেনা অভ্যুত্থানে মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিশরের সিনাই অঞ্চলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর অব্যাহত সংঘর্ষে কয়েকশ’ সেনাসহ সহস্রাধিক নিহত হয়। এ সব গোষ্ঠীকে মুসলিম ব্রাদারহুডের প্রতি সহানুভূতিশীল মনে করা হয়।
তবে বিচারকের গাড়িতে হামলা এবং বিচারক হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে মুসলিম ব্রাদারহুড।