জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে।
শনিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার গুরুতর আহত দর্শণ বিভাগের ৪৩ ব্যাচের ফিরোজকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও দর্শনের ফিরোজ, বিপ্লব (বাংলা) , অনিক (ইতিহাসে), জামি (নৃবিজ্ঞান) ও বাধন মেডিকেল সেন্টার থেকে ঔষধ নিয়ে ফজিলাতুন্নেসা হলের পাশ দিয়ে নিজেদের মধ্যে অশ্লীল ভাষায় কথোপোকথন করে হলের দিকে যাচ্ছিলেন। একই সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ফজিলাতুন্নেসা হলের পার্শ¦বর্তী ও আলবেরুনি বর্ধিত ভবনের সামনে রাস্তা দিয়ে রিকশায় তার বান্ধবীকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার বান্ধবীকে উদ্দেশ্যে করে কূটক্তি করার অভিযোগে রাজিবের নেতৃত্বে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। এদের মধ্যে ফিরোজকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফিরোজকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এদিকে এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছে শিক্ষার্থীরা।
আহতরা সাংবাদিকদের জানান, ‘আমরা নিজেদের মধ্যে বন্ধুরা কথা বলছিলাম। কাউকে উদ্দেশ্য করে কোন কূটক্তি করিনি।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘আমি আমার কাজিনকে নিয়ে যাওয়ার সময় তারা কূটক্তি করে। তাই তাদেরকে মারধর করা হয়েছে।’
এ বিষয়ে সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান