ফারুক আহম্মেদ সুজন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার নগরীর আশকোনায় হাজীক্যাম্পে ‘হজ কার্যক্রম ২০১৪’ উদ্বোধন করে বলেছেন, ইসলামকে ব্যবহার করে কেউ এর বদনাম করুক এটা তার সরকার চায় না। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন,ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ও ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুশাইরি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইসলামকে শান্তির ধর্ম এবং পবিত্র ধর্ম উল্লেখ করে বলেন, কোনো কোনো মহল ইসলামকে ব্যবহার করে জঙ্গীবাদ, সন্ত্রাস ও ধ্বংসাত্মক কার্যকলাপের চেষ্টা চালায়। এর মাধ্যমে তারা ইসলামকে কলুষিত করতে চায়। কিন্তু আমরা চাই না ইসলামকে ব্যবহার করে কেউ এর বদনাম করুক।
প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে হজ ব্যবস্থাপনায় হাজীদের সেবাপ্রদান অনেক সহজলভ্য ও উন্নয়ন হয়েছে। হজ ব্যবস্থাপনায় উন্নতির লক্ষ্যে আমরা বেশ কিছু প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করি। ২০০৯ সালে হজ উইংয়ের অফিস জেদ্দা হতে মক্কায় বাংলাদেশ হজ মিশনে স্থানান্তর করি। আমাদের এ সিদ্ধান্তের ফলে গত পাঁচ বছরে হজ ব্যবস্থাপনায় হাজীদের সেবা প্রদান অনেক সহজলভ্য ও উন্নততর হয়েছে।
বিএনপি-জামায়াত জোট ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে হজ যাত্রীদের দুর্ভোগ-দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, হজযাত্রী পরিবহনে চরম বিশৃঙ্খলা ও অনিয়ম সাধারণ ঘটনায় পরিণত হয়েছিল। ২০০৯ সালে আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পরপরই হজ ব্যবস্থাপনার বিষয়টি অগ্রাধিকার পায়। হজযাত্রী পরিবহন, মক্কা-মদিনায় আবাসন ব্যবস্থা এবং চিকিৎসা সেবাসহ সব ক্ষেত্রে আগের সরকারগুলোর যাবতীয় অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করার উদ্যোগ গ্রহণ করি। এর ফলে হাজীদের সুযোগ-সুবিধা বেড়েছে এবং হজব্রত পালন সুনিয়ন্ত্রিত পদ্ধতির আওতায় এসেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমতে নিবেদিত। আওয়ামী লীগ সরকার সবসময় ইসলামের প্রচার ও প্রসারে বিভিন্নভাবে কাজ করে থাকে। এরইমধ্যে সরকারি পর্যায়ে সর্বপ্রথম আধুনিক তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাইজেশনের মাধ্যমে আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় পবিত্র কুরআনের প্রচার ও প্রসারের ব্যবস্থা করা হয়েছে। এ কর্মসূচি ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে নিঃসন্দেহে একটি বিরাট মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান