চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখায় ডাকাতির চেষ্টা ও নৈশ প্রহরী(নাইট গার্ড) ইবরাহীমকে হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো গিয়াস উদ্দিন(৩০), সাগর(২৫), মাহাবুল(২৬) ও মাজহারুল ইসলাম আরিফ(২৪)। তারা নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার গ্রেফতারকৃতদের বিষয়ে জানাতে এক সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মহানগর পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহ আমানত মার্কেট থেকে ডাকাতির মূল পরিকল্পনাকারী গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাকলিয়া থানার বগারবিল এলাকার বাসা থেকে মাজহারুল ইসলাম আরিফকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাহবুবুল আলমকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আলীনগরের নিজ বাড়ি থেকে এবং একই জেলার মিঠামাইন উপজেলার বিরামচরের বোনের বাসা থেকে সাগরকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত একটি মটরসাইকেল, দুটি ছুরি, একটি বটি, একটি রড, আসামিদের ব্যবহৃত রক্তমাখা জামা ও প্যান্ট এবং নিহত ইব্রাহিমের ব্যবহৃত একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ঘটনার সাথে জড়িত ছিল আরিফ, মাহাবুল, সাগর, গিয়াস, রায়হান ও মাসুদ। আরিফ, সাগর, গিয়াস রায়হান এবং মাসুদ পূর্ব পরিচিত।
এক পর্যায়ে তাদের সাথে পরিচয় হয় মাহাবুলের। ঘটনার প্রায় এক মাস পূর্ব হতে তারা উক্ত ব্যাংকটি ডাকাতির পরিকল্পনা করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, উপ পুলিশ কমিশনার ফারুক আহমেদ, নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কুসুম দেওয়ান ও অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ মে রাত ১০টার দিকে আল আরাফাহ ইসলামী ব্যাংক মুরাদপুর শাখার নৈশ প্রহরী ইব্রাহিমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ৮ মে বৃহস্পতিবার গভীর রাত তিনটার দিকে ব্যাংকের কিচেন রুমের জানালার গ্রিল কেটে তিন ডাকাত ঢুকে ব্যাংকে। ডাকাতিকালে নৈশ প্রহরীকে হত্যা করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান